Logo

সারাদেশ

হতদরিদ্রের জমি দখল, ২ ভাইয়ের জেল

Icon

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫, ২১:৫০

হতদরিদ্রের জমি দখল, ২ ভাইয়ের জেল

মৌলভীবাজারের কুলাউড়ায় হতদরিদ্র এক মহিলার ৭ শতাংশ জমি জবরদখলের অপরাধে ২ জনকে ৭ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঘড়গাঁও গ্রামের গৃহকর্মী হেনা বেগমের ৭ শতাংশ জমি জবরদখল করে নেয় ভূমিখেকো ছালেক মিয়া ও জায়েদ মিয়া।

বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেনের নজরে এলে তিনি সরকারি সার্ভেয়ার পাঠিয়ে জবর দখলের সত্যতা পাওয়ায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত ২ জবরদখলকারীকে ৭ দিনের জেল প্রদান করেন। কারাদণ্ডপ্রাপ্ত ২ ভাই ছালেক ও জায়েদকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, ভূমি অপরাধ ও প্রতিকার আইন ২০২৩ অনুযায়ী ২ জবরদখলকারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এমএম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর