-(11)-682b55a070704.jpg)
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা।
সোমবার (১৯ মে) রাতে মহেশপুর ৫৮-বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের অধীন উথলী বিওপির হাবিলদার মো. শহর আলীর নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালায় বিজিবি। এ সময় সীমান্ত পিলার-৭১/৭-এস সংলগ্ন সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশে পরিত্যক্ত ব্যাগ থেকে ১ কেজি ১৯১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য এক কোটি ২০ লাখ টাকা। অভিযানকালে পার্শ্ববর্তী সিংনগর গ্রামের মাঠ থেকে ১৩ বোতল ভারতীয় মদ ও ৪০০ পিস ভারতীয় অবৈধ উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে বিজিবি।
এদিকে রাজাপুর ও নতুনপাড়া বিওপির পৃথক অভিযানে ৪৮ বোতল ভারতীয় মদ, ৯৫০ কেজি ভারতীয় আম, ৪৩টি প্লাস্টিক ক্যারেট এবং ১টি ট্রলি গাড়ি উদ্ধার করে বিজিবি।
মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক ও কোয়ার্টার মাস্টার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত মাদক ও অন্যান্য মালামাল বিজিবির মালখানায় জব্দ রাখা হয়েছে।
এম বুরহান উদ্দীন/এমএম/এমআই