Logo

সারাদেশ

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১১:৫০

সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার অংশে ২০ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা।

মঙ্গলবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকেও দেখা গেছে থেমে থেমে যানজট ঢাকা সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল উপজেলার বেড়তলা, সরাইল বিশ্বরোড মোড়, কুট্টাপাড়া, ইসলামাবাদ ও বাড়িউড়া বাজার পার হয়ে এ পরিস্থিতি। 

জানা যায়, সরাইল বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে গত রোববার রাত ২টা থেকে দূরপাল্লার যানবাহন মহাসড়কের গোলচত্বর এলাকায় এসে চলতে হচ্ছে ১ থেকে ৫ কিলোমিটার গতিতে। এসব গর্ত অতিক্রম করতে পণ্যবাহী যানবাহনের চাপ বেড়ে যাওয়াতে যানজট সৃষ্টি হয়েছে। পরবর্তীতে তা ব্রাহ্মণবাড়িয়ার অংশে ২০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আজ মঙ্গলবার সাড়ে ৮টার দিকে এমন পরিস্থিতি অব্যাহত রয়েছে।  

সিলেট থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক মাখন মিয়া বলেন, বিশ্বরোড মোড় আসলে গর্তের কারণে গাড়ি চালাতে মন চায় না। গুরুত্বপূর্ণ একটি স্থান ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড। এখান দিয়ে সারাদেশে গাড়ি যাতায়াত করে। কিন্তু বড় বড় গর্ত ভরাট করার লোক নাই। 

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন রহমান বলেন, বিশ্বরোড মোড় গোলচত্বরের চারপাশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলোকে মহাসড়কে ৭০ কিলোমিটার বেগে এসে এখানে চলতে হচ্ছে ১ থেকে ৫ কিলোমিটার গতিতে। পণ্যবাহী একটি ট্রাককে মোড় অতিক্রম করতে সময় লাগে ৫ মিনিট। এতে যানজট তো হবেই। তারপরও আমরা মহাসড়কে যানজটমুক্ত রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

রিমন খান/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর