
ছবি : বাংলাদেশের খবর
ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়।
রোববার (১৯ মে) রাত ১১টা ১০ মিনিটে ডিবি পুলিশের একটি দল এসআই (নিঃ) মো. মহিউদ্দিন আহমেদ পিপিএম-এর নেতৃত্বে এ অভিযান চালায়।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, নৈকাঠি টু কাউখালী সড়কে সাইফুল ইসলাম রাজা সিকদারের বাড়ির সামনে পাঁকা রাস্তার ওপর মাদক কেনাবেচা হচ্ছে। খবর পেয়ে রাত ১১টা ১৫ মিনিটে সেখানে অভিযান চালিয়ে জয়কুল এলাকার হোসাইন মাহমুদ ওরফে হাসিব (২১) নামে এক যুবককে আটক করা হয়।
তল্লাশিতে তার পরিহিত জলপাই রঙের হাফ প্যান্টের ডান পকেট থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০টি গোলাপী রঙের ইয়াবা উদ্ধার করা হয়। তার সহযোগী মো. উজ্জল খান (২৭) পালিয়ে যায়।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে ইয়াবা জব্দ করা হয় এবং জব্দ তালিকা তৈরি করা হয়। ডিবি পুলিশের এসআই মহিউদ্দিন আহমেদ জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
আ. রহিম রেজা/এআরএস