আসিফ মাহমুদ
‘ইশরাকের মেয়র ইস্যু আদালতে বিচারাধীন, ব্যক্তিগত আক্রমণে লাভ নেই’

সাভার প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:৪০

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
ইশরাক হোসেনের মেয়র পদ সংক্রান্ত বিষয়ে আইনি জটিলতা রয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (২০ মে) দুপুরে সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আয়োজিত ‘যুব সমাবেশ ২০২৫’-এর প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইশরাকের মেয়র হওয়া না হওয়ার বিষয়টি আদালতে বিচারাধীন থাকায় আইনি জটিলতা রয়েছে। আমাকে ব্যক্তিগত আক্রমণ করে কোন লাভ নেই। আইনি লড়াই আদালতেই লড়তে হবে।’
তিনি বলেন, ‘সরকার একটি বডি হিসেবে কাজ করে। বড় কোনো সিদ্ধান্ত আমি একা নিচ্ছি এমন ভাবার সুযোগ নেই। আইনি জটিলতা রয়েছে, আমরা আইন মন্ত্রণালয়ের মতামত চেয়েছি।’
ভারতের রপ্তানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘এ ধরনের নিষেধাজ্ঞায় ভারতেরই বেশি ক্ষতি হবে, কারণ তারা বাংলাদেশে বেশি রপ্তানি করে। এই পরিস্থিতিতে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে। যদিও কিছু সাময়িক প্রতিবন্ধকতা থাকবে, তবে এটি আত্মনির্ভরতার দিকে এগোনোর সুযোগ।’
অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘বাংলাদেশের তরুণদের যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব। অর্থনীতিতেও তাদের সক্রিয় অংশগ্রহণ দরকার।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামান ও যুগ্ম সচিব কাজী মোশতাক জহির।
আলোচক ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুর রহমান। সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ৭০০ জন যুবক-যুবতী অংশ নেন।
আরিফুল ইসলাম সাব্বির/এআরএস