Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ২ সন্তান নিয়ে স্বামী পলাতক

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৬:৪৮

নারায়ণগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, ২ সন্তান নিয়ে স্বামী পলাতক

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা রেলস্টেশন এলাকায় স্ত্রী লাকি আক্তারকে (২৬) শ্বাসরোধে হত্যার পর দুই সন্তানসহ পালিয়ে গেছেন স্বামী শিপন (৪০)। সোমবার (১৯ মে) রাত সাড়ে ১১টার দিকে ফজলু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাকি পটুয়াখালীর বাউফল থানার শ্বানেস্বর গ্রামের সাত্তার হাওলাদারের মেয়ে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত শিপনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লাকির ভাগ্নে ইমাম হোসেন জানান, ফতুল্লা বাজার এলাকার কসাই শিপনের সঙ্গে প্রেমের সম্পর্কের পর লাকি বিয়ে করেন। ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রয়েছে তাদের সংসারে।

তিনি বলেন, রাতে শিপন ফোনে জানান, লাকি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে পরিবারের লোকজন বাসায় গিয়ে দেখেন ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগানো। বাড়িওয়ালাকে ডেকে তালা ভেঙে ঘরে ঢুকে তারা লাকিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মুখে ও গলায় আঘাতের দাগ ছিল। চাদর দিয়ে শরীর ঢাকা ছিল।

লাকিকে দ্রুত নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে শিপন দুই সন্তানকে নিয়ে পলাতক।

ইমতিয়াজ আহমেদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর