Logo

সারাদেশ

মিয়ানমার থেকে আনা অস্ত্র ফেলে পালাল চোরাকারবারিরা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:০৪

মিয়ানমার থেকে আনা অস্ত্র ফেলে পালাল চোরাকারবারিরা

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের টেকনাফ সীমান্তে যৌথ অভিযানে মিয়ানমার থেকে আনা একটি জি-৩ রাইফেল, দুইটি ম্যাগাজিন, পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ৯৭৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে কোস্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার (২০ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন পাহাড়ি এলাকায় লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দীন রশিদ তানভীরের নেতৃত্বে কোস্টগার্ড ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়।

অভিযানের সময় চারজন ব্যক্তি দুইটি বস্তা মাথায় নিয়ে পাহাড়ের দিকে যেতে দেখা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় ৭ রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হলে অস্ত্র কারবারিরা বস্তাগুলো ফেলে গহীন পাহাড়ে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় একটি মিয়ানমার নির্মিত জি-৩ রাইফেল, দুটি ম্যাগাজিন, একটি দেশীয় পিস্তল, চারটি দেশীয় একনলা বন্দুক এবং ৯৭৫ রাউন্ড জি-৩ রাইফেলের তাজা গুলি।

হারুন-অর-রশীদ বলেন, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর