Logo

সারাদেশ

বাংলাবান্ধা স্থলবন্দর

২২০ মেট্রিক টন পাট গেল নেপালে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:১৯

২২০ মেট্রিক টন পাট গেল নেপালে

ছবি : বাংলাদেশের খবর

নেপালে আলুর পাশাপাশি পাট রপ্তানির মাধ্যমে গুরুত্ব পাচ্ছে পঞ্চগড়ের চারদেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর। চলতি অর্থবছরে এ পর্যন্ত বন্দরটি দিয়ে ২২০ মেট্রিক টন পাট রপ্তানি হয়েছে। মোট রপ্তানিকৃত পাটের পরিমাণ ২১ হাজার ৬৯২ মেট্রিক টন।

মঙ্গলবার (২০ মে) দুপুরে তথ্যটি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন।

তিনি জানান, এদিন ঢাকা নর্থ হাউজ, মের্সাস নেক্সি জুট ট্রেডিং এবং সারতাজ ট্রেড ইন্টারন্যাশনাল নামের তিনটি প্রতিষ্ঠান নেপালে পাট রপ্তানি করে।

বন্দর কর্তৃপক্ষ জানায়, এ বন্দর দিয়ে ভারত ও নেপালে নিয়মিত রপ্তানি হচ্ছে পাট, আলু, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের বিভিন্ন পণ্য, জুস, মোটরসাইকেল ও ব্যাটারি। অন্যদিকে আমদানি হচ্ছে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের স্লিপার, খইল, আদা ও চিটাগুড়।

তবে কিছু বাংলাদেশি পণ্যের ওপর ভারত নিষেধাজ্ঞা দেওয়ায় সেগুলোর রপ্তানি বন্ধ রয়েছে। তবু সীমিত পরিসরে রপ্তানি চালু থাকায় বন্দর কার্যক্রমে তেমন প্রভাব পড়েনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এসকে দোয়েল/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর