Logo

সারাদেশ

ধরাছোঁয়ার বাইরে রুবেল হত্যাকাণ্ডে মূল আসামিরা, ক্ষুব্ধ এলাকাবাসী

Icon

পূর্বধলায (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৭:৫১

ধরাছোঁয়ার বাইরে রুবেল হত্যাকাণ্ডে মূল আসামিরা, ক্ষুব্ধ এলাকাবাসী

ছবি : বাংলাদেশের খবর

নেত্রকোনার পূর্বধলায় ক্রীড়া সংগঠন মো. রুবেল মিয়া হত্যার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

মঙ্গলবার (২০ মে) দুপুরে রেনেসাঁ ক্লাব ও এলাকাবাসীর ব্যানারে পূর্বধলা রেলস্টেশন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা কবিরের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রেনেসাঁ ক্লাবের সভাপতি এস. এম. শহীদ, সাধারণ সম্পাদক মাজহারুল আলম, সাবেক ছাত্রদল, যুবদল ও কৃষক দলের সভাপতি আ. মান্নান, ছাত্রদল নেতা মো. আলী সিদ্দিকী তুরাগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি, ক্লাব নেতা নাসিম খান, এসি ক্লাবের সেক্রেটারি আমিনুল হক ও নিহত রুবেলের পিতা মো. আবুল কাশেম।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পার হলেও মূল আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। প্রশাসনকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়। এর মধ্যে ব্যবস্থা না নিলে থানাঘেরাও কর্মসূচি দেওয়া হবে। বক্তারা থানার ওসির অপসারণের দাবিও জানান।

প্রসঙ্গত, মোটরসাইকেলচালক রুবেল মিয়া গত ৭ মে বিকেলে যাত্রী পরিবহনে বের হয়ে নিখোঁজ হন। পরদিন বিকেলে জারিয়া ইউনিয়নের ছনধরা গ্রামের ধানক্ষেতে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। দুই পা ছিল বস্তাবন্দি। তার মোটরসাইকেলটিও এখনো উদ্ধার হয়নি।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর