
ছবি : বাংলাদেশের খবর
নরসিংদীতে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি ও একটি সুইচ গিয়ার চাকুসহ সগীর আহমেদ (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের বিলাসদী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সগীর আহমেদ রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামের মো. হাবিবুল্লাহর ছেলে।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টিম অভিযানে নামে। সগীর আহমেদকে সন্দেহভাজন হিসেবে আটক করে দেহ তল্লাশি চালানো হলে তার কাছ থেকে দেশীয় অস্ত্র, গুলি ও ধারালো চাকু উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে কোনো সন্ত্রাসী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে।
নরসিংদী জেলা পুলিশ সুপার মো. আব্দুল হান্নান বলেন, ‘অপরাধ দমনে পুলিশ সর্বদা তৎপর। কেউ আইনের চোখ ফাঁকি দিয়ে অপরাধ করে পার পাবে না। অভিযান চলমান থাকবে।’
সুমন রায়/এআরএস