Logo

সারাদেশ

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:১৮

বিশেষ অর্থনৈতিক অঞ্চলে চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগ

মিরসরাইয়ের জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ কারখানায় হামলা ও চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) রাত ১টার দিকে জোরারগঞ্জ থানা পুলিশ বাড়িয়াখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি উপজেলার কাটাছরা ইউনিয়নের বাসিন্দা ও মৃত মফিজুর রহমানের ছেলে।

বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক কামরুল হোসাইন মঙ্গলবার (২০ মে) জোরারগঞ্জ থানায় সোহাগকে প্রধান আসামি করে মামলা (নং-৯) দায়ের করেন। মামলায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, সোমবার বিকেলে শওকত সোহাগের নেতৃত্বে মোটরসাইকেলে আসা ৮-১০ জন ব্যক্তি কারখানায় ঢুকে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে, প্রজেক্ট ম্যানেজার আবদুস সামাদসহ কয়েকজন স্টাফকে মারধর ও গুরুতর জখম করা হয়। এসময় হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ‘আসামি শওকত আকবর সোহাগকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

সাফায়েত মেহেদী/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

চাঁদাবাজি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর