শ্রীমঙ্গলে ‘মুল্লুক চলো’ দিবস পালিত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৪২

ছবি : বাংলাদেশের খবর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ দিবস উপলক্ষে চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মে) দুপুরে শহরের চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি পংকজ এ কন্দ।
আলোচনায় অংশ নেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, কোষাধ্যক্ষ পরেশ কালিন্দী, চা শ্রমিক নেতা শুভাস রবিদাস, সুমন তাঁতীসহ অন্যরা।
বক্তারা বলেন, ১৯২১ সালের ২০ মে সিলেট থেকে পায়ে হেঁটে চাঁদপুরের মেঘনা স্টিমারঘাটে পৌঁছান হাজারো চা শ্রমিক। নিজ দেশে ফিরে যাওয়ার চেষ্টা করলে ব্রিটিশ গোর্খা সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অনেককে হত্যা করে, লাশ ফেলে দেয় মেঘনায়। ওই দিনটিকে 'মুল্লুক চলো' দিবস হিসেবে স্মরণ করে আসছেন চা শ্রমিকরা।
বক্তারা বলেন, শত বছর পার হলেও এখনো চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। তারা ‘মুল্লুক চলো’ দিবসটিকে জাতীয় ‘চা শ্রমিক দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
এআরএস