Logo

সারাদেশ

কক্সবাজারের দুই থানার ওসি বদলি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৪৬

কক্সবাজারের দুই থানার ওসি বদলি

ছবি : সংগৃহীত

কক্সবাজারের মহেশখালী ও রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে নতুন ওসি নিয়োগ দিয়েছে জেলা পুলিশ।

মহেশখালীর ওসি কায়সার হামিদ ও রামুর ওসি ইমন কান্তি চৌধুরীকে কক্সবাজার পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। তাদের স্থলে যথাক্রমে মনজুরুল হক ও তৈয়বুর রহমানকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার সাইফউদ্দীন শাহীন স্বাক্ষরিত এক আদেশে এ বদলির তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, জনস্বার্থে এই রদবদল করা হয়েছে।

উল্লেখ্য, বদলির কয়েকদিন আগেই রামু থানার ওসি ইমন চৌধুরীকে জেলার ‘শ্রেষ্ঠ ওসি’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছিল।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর