কুষ্টিয়ায় ড্রাম ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:১৫

ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (২০ মে) বিকেলে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগীপোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৫) ও বাবলুর ছেলে তুষার (৪২)। আহতরা হলেন প্রশান্ত ও পরিমল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি বালি বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে বিপরীতমুখী দুটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
আহত চারজনকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় রাব্বি ও তুষার মারা যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। ড্রাম ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।
এআরএস