লৌহজংয়ে উপজেলায় দাখিলে সেরা শিক্ষার্থী তানিশা

টঙ্গীবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:৪৯

তামান্না তানিশা। ছবি: সংগৃহীত
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসার বিজ্ঞান বিভাগের তামান্না তানিশা ২০২৪ সালের দাখিল পরীক্ষায় উপজেলা শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার অর্জন করেছে।
সিরাজদিখান উপজেলার জইনসার ইউনিয়নের ভবানীপুর গ্রামের মাওলানা মনির হোসেন ও জাকিয়া সুলতানার মেয়ে তানিশা তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয়।
শিক্ষা মন্ত্রণালয়ের পারফরমেন্স বেজড গ্র্যান্টস সেকেন্ডারি ইনস্টিটিউশন (পিবিজিএসআই) স্কিম অনুযায়ী ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রতি উপজেলার শিক্ষাবোর্ডের ফলাফলের ভিত্তিতে শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হয়। পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকছুদুর রহমান বলেন, তানান্নার এই কৃতিত্বে আমরা গর্বিত। সরকারের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তুলবে।
জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. মঈনউদ্দীন আহমেদ জানান, শিক্ষার্থীর সফলতায় মাদ্রাসার সুনাম বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও শ্রেষ্ঠ শিক্ষার্থী উৎপাদনের প্রত্যাশা করছি।
নাজমুল ইসলাম পিন্টু/এআরএস