Logo

সারাদেশ

পাবনায় ভোক্তা অধিকার সচেতনতায় কুইজ প্রতিযোগিতা

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ২০:৫৩

পাবনায় ভোক্তা অধিকার সচেতনতায় কুইজ প্রতিযোগিতা

ছবি : বাংলাদেশের খবর

কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে শহীদ আহম্মদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার কে এম মামুনুর রশিদ।

ক্যাব পাবনা জেলা কমিটির সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যাব জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. হেলেনা খাতুনসহ ক্যাবের অন্যান্য নেতৃবৃন্দ এবং ব্র্যাক এসএসএফ প্রোগ্রাম এরিয়া ম্যানেজার সোহরাব হোসেন উপস্থিত ছিলেন।

২০০ শিক্ষার্থী অংশগ্রহণকারী কুইজ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক খালেদ আহম্মেদ।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর