Logo

সারাদেশ

নেই পানি নিষ্কাশনের পথ

টানাবৃষ্টিতে কুড়িগ্রাম শহরজুড়ে দুর্ভোগ

Icon

ফজলুল করিম ফারাজী, কুড়িগ্রাম

প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:০৮

টানাবৃষ্টিতে কুড়িগ্রাম শহরজুড়ে দুর্ভোগ

ছবি : বাংলাদেশের খবর

টানা ভারী বৃষ্টিপাতে জেলা শহর ও আশপাশের এলাকায় চরম জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অপরিকল্পিত নগরায়ণ, দখলদারিত্ব ও অব্যবস্থাপনার কারণে বর্ষা এলেই এমন দুর্ভোগ নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে সরেজমিনে শহরের ডিসি পুকুর, ফায়ার স্টেশন, হাটিরপাড়, বৈশ্যপাড়া, হাসপাতালপাড়া, মধুর মোড়, হরিজনপল্লী, পিটিআই চত্বরসহ একাধিক এলাকায় দেখা গেছে, ড্রেনগুলো দীর্ঘদিন পরিস্কার না করায় কোথাও দখল, কোথাও ভরাট এবং কোথাও সরু বা ভেঙে যাওয়ায় পানি নামতে পারছে না। ফলে হাঁটাচলা ও যান চলাচলে ভোগান্তি চরমে পৌঁছেছে।

পথচারীরা জানান, বর্ষা এলেই শহরের ড্রেন উপচে পানি ঘরে ঢুকে পড়ে। কুড়িগ্রাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুল হক ফারাজী বলেন, ‘১৬ বছর ধরে একই অবস্থা। ফেসবুকে লেখালেখি হয়, কাজের কাজ কিছুই হয় না।’

৪ নম্বর ওয়ার্ডের সাইয়েদ আহমেদ বাবু জানান, ‘বৃষ্টির পানি ঘরের ভেতর ঢুকে গেছে, বের হওয়ার উপায় নেই।’

৩ নম্বর ওয়ার্ডের ফাতেমা বেগম অভিযোগ করেন, ‘প্রতি বছর বৃষ্টিতে রান্নাঘরে ড্রেনের পানি ঢুকে পড়ে। ড্রেন নিয়মিত পরিষ্কার হয় না বলেই এমন হচ্ছে।’

কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সামনে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে কুড়িগ্রাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, ‘এটি দীর্ঘদিনের সমস্যা। দ্রুত সমাধান সম্ভব না হলেও আমরা ড্রেন সংস্কার, নতুন ব্লক নির্মাণ এবং অবৈধ দখল উচ্ছেদের মাধ্যমে পানি বের হওয়ার পথ তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর