Logo

সারাদেশ

পটিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

Icon

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:২৪

পটিয়ায় পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

চট্টগ্রামের পটিয়া পৌরসভার খাস্তগিরপাড়ার ধোপা পুকুরের দক্ষিণ পাড় থেকে একটি পরিত্যক্ত একনলা বন্দুক উদ্ধার করেছে যৌথ বাহিনী।

সোমবার (১৯ মে) রাত ১০টার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনীর পটিয়া ক্যাম্পের মেজর আজমাইন ইকতিদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে পুকুরের দক্ষিণ পাড়ে অস্ত্রটি পাওয়া যায়।

পটিয়া থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান জানান, ‘অস্ত্রটি উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর