Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নসিমন দুর্ঘটনায় চালক নিহত

Icon

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ২১:২৯

চাঁপাইনবাবগঞ্জে নসিমন দুর্ঘটনায় চালক নিহত

ছবি : বাংলাদেশের খবর

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা এলাকায় ট্রাকের পেছনে ধাক্কা লেগে নসিমন চালক মমিন (৩৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ মে) ভোরে মহিপুর থেকে আম নিয়ে শহরে আসার পথে নয়াগোলা মোড়ে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে চালক গুরুতর আহত হন।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার (ওসি) মতিউর রহমান জানান, ‘ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

নিহত মমিন সদর উপজেলার মহিপুর ভাটোপাড়া এলাকার তোতার ছেলে।

ওসি আরও জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর