-682ca42080214.jpg)
ছবি : বাংলাদেশের খবর
নাশকতা মামলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ফিরোজ কামাল ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ মে) রাতে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার ওসি মোজাহারুল ইসলাম।
গ্রেপ্তার ফারুক দৈনিক কালের কণ্ঠ ও ভোরের দর্পণ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন জানিয়ে স্থানীয় অনেকে অভিযোগ করে বলেন, ‘আওয়ামী সাংবাদিক’ ফারুক দীর্ঘদিন এলাকায় দাপটের সঙ্গে চলেছেন। হাসিনা সরকার পতনের পর তাকে এলাকায় দেখা যাচ্ছিল না।
ওসি মোজাহারুল ইসলাম বাংলাদেশের খবরকে বলেন, ‘ফিরোজ কামাল ফারুকের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে ভারত ও ব্রাহ্মণবাড়িয়া এলাকায় আত্মগোপনে ছিলেন।’
এআরএস