Logo

সারাদেশ

ঝালকাঠিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:২৯

ঝালকাঠিতে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের প্রধান সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী বুধবার (২ে১ মে) দুপুরে সারেংগল এলাকায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে অংশ নেন ইউনিয়নের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

মানববন্ধনে সংগ্রামনীল পুলিশ বক্স থেকে সারেংগল বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার সড়ক দ্রুত সংস্কারের দাবি জানানো হয়।

আন্দোলনকারীদের অভিযোগ, এক যুগ আগে সড়কটি নির্মাণের পর আর কোনো সংস্কার হয়নি। বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত বেহাল। এতে ইউনিয়নের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে রয়েছেন। এছাড়া সড়কে একাধিক পুরোনো ও ঝুঁকিপূর্ণ কালভার্ট রয়েছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে।

মানববন্ধনে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ মান্নান লাবু, প্রভাষক এনামুল হক এনাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মুশফিকুর রহমান বাবু, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুটুল, শফিকুল ইসলাম রানা প্রমুখ। তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান।

আ. রহিম রেজা/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর