চাঁদা না পেয়ে গার্মেন্টস শ্রমিকদের পেটাল বিএনপি নেতার অনুসারীরা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৩:৫৬

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের পটিয়ার বিসিক শিল্প নগরীতে অবস্থিত নিটেক্সপো লিমিটেড গার্মেন্টসে চাঁদা দাবিকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২০ মে) রাত সাড়ে ৯টার দিকে সংঘটিত এ ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিক আহত হন। গুরুতর আহত মো. বেলাল চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন।
কারখানা কর্তৃপক্ষ জানায়, কচুয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইসহাক ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে চাঁদা দাবি ও শ্রমিক পরিবহন নিয়ন্ত্রণের চেষ্টা করে আসছিলেন। দাবি মানা না হওয়ায় উত্তেজনার সূত্র ধরে এ হামলা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ঝুলি, শাহিন, রিফাত, নিজাম, নারগিছ, রিদয় ও রমজান। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে অনেকেই আশঙ্কামুক্ত।
কারখানার মালিক মোহাম্মদ নওয়াব আলী চৌধুরী বলেন, ‘বিএনপি নেতা ইসহাক ও তার অনুসারীরা আমাকে ও শ্রমিকদের হত্যার হুমকি দিয়ে আসছেন। আমি ইতোমধ্যে ১২ বার প্রাণনাশের হুমকি পেয়েছি।’
সংঘর্ষের খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার ওসি জায়েদ নূর জানান, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
প্রায় ৭০০ শ্রমিক নিয়োজিত এ গার্মেন্টসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন মালিকপক্ষ।
তবে এ প্রতিবেদকের কাছে চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন মোহাম্মদ ইসহাক। তিনি বলেন, তার বিরুদ্ধে করা অভিযোগটি মিথ্যা।
ইমরান হোসেন মুন্না/এআরএস