Logo

সারাদেশ

কালীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে সহায়তা

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৪:০৪

কালীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্ত ২৪ পরিবারকে সহায়তা

ছবি : বাংলাদেশের খবর

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৪টি পরিবারের মাঝে গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

বুধবার (২১ মে) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে একটি করে বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার টাকার চেক প্রদান করা হয়।

সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহানুর রহমান, কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায় এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তিতাস আলম প্রমুখ।

ইউএনও জাকিয়া সুলতানা বলেন, ‘ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন শেষে তালিকা অনুযায়ী সহায়তা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরও পরিবারকে সহায়তা দেওয়া হবে।’

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর