গোডাউন সংকটে ব্যালট রাখার জায়গা নেই
তবুও প্রস্তুত নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৫:৪০

ছবি : বাংলাদেশের খবর
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী কর্মকর্তাদের প্রশিক্ষণ, লজিস্টিক সহায়তা, এমনকি কেন্দ্রগুলোর খসড়া তালিকাও। তবে একটি গুরুত্বপূর্ণ জায়গায় এসে থেমে আছে পুরো প্রক্রিয়া—ব্যালট ও নির্বাচনী সামগ্রী সংরক্ষণের জন্য নির্ভরযোগ্য একটি গোডাউন এখনো নির্ধারিত হয়নি।
নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ব্যালট বাক্স ও কাগজপত্র নিরাপদে রাখার মতো নির্ভরযোগ্য স্থান না থাকায় নির্বাচন সরঞ্জাম বণ্টন ও সংরক্ষণে জটিলতা দেখা দিতে পারে।
জেলা নির্বাচন অফিসার মো. রাকিবুজ্জামান বলেন, ‘সব প্রস্তুতি শেষ। কেন্দ্রীয় নির্দেশনা পেলেই মাঠে নামা যাবে। কিন্তু এখনো পর্যন্ত ব্যালট রাখার নিরাপদ জায়গা পাইনি। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ একটি ব্যালট বাক্স হারালেই বড় সংকট তৈরি হবে।’
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, ‘চিঠি পেয়েছি। আমাদের একটি রেকর্ড রুম রয়েছে, প্রয়োজনে সেটি খালি করে দেব। তাতেও না হলে ওপরতলায় বিকল্প কক্ষ খোঁজা হচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’
নির্বাচন কমিশনের এক সহকারী রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘এ সমস্যা শুধু নারায়ণগঞ্জেই নয়, আরও কিছু জেলায় আছে। তবে নারায়ণগঞ্জে বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল, তাই দ্রুত সমাধান প্রয়োজন।’
নিরাপত্তার জন্য বিশেষ নজরদারি ও গোডাউন সুরক্ষা বাহিনী নিয়োগের চিন্তাভাবনাও চলছে। একবার গোডাউন চূড়ান্ত হলে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে একাধিক সূত্র।
একজন সাবেক নির্বাচন কর্মকর্তা মনে করিয়ে দেন, ‘২০০৮ সালে শেষ মুহূর্তে ব্যালট নিয়ে বিতর্ক হয়েছিল। এবার যেন এমন পরিস্থিতি না হয়।’
সারা দেশের মতো নারায়ণগঞ্জেও নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ। এখন শুধু একটি নিরাপদ কক্ষের অপেক্ষা—যেখানে থাকবে ব্যালট, নির্বাচনের হৃদপিণ্ড। প্রশ্ন উঠেছে, সময়মতো সেই কক্ষ মিলবে তো?
এআরএস