Logo

সারাদেশ

পঞ্চগড়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে দিনব্যাপি কর্মশালা

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:০১

পঞ্চগড়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে দিনব্যাপি কর্মশালা

ছবি : বাংলাদেশের খবর

ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসার এবং টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে পঞ্চগড়ে দিনব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে) সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।

হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সত্যজিৎ কুমার কুন্ডুর সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলী।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শইমী ইমতিয়াজ, সমাজসেবা উপ পরিচালক অনুরুদ্ধ কুমার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট পঞ্চগড় জেলা শাখার সভাপতি প্রেমাশীষ কুমার রায়, সাধারণ সম্পাদক অনুপ্রসাদ বর্মনসহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থী।

কর্মশালায় বক্তারা জানান, দেশের প্রত্যন্ত অঞ্চলে এ ধর্মীয় শিক্ষা কার্যক্রম শিশুদের নৈতিকতা, মূল্যবোধ ও সামাজিক আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যের দিকে এগিয়ে নিচ্ছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, `শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, শিশুদের নৈতিক ও মানবিক গুণাবলী গঠনে মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রম অত্যন্ত প্রয়োজনীয়। এর মাধ্যমে সমাজে শান্তি, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে।'

সহকারী প্রকল্প পরিচালক জগদ্বীশ চন্দ্র রায় কর্মশালা পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন। কর্মশালার শেষ পর্যায়ে অংশগ্রহণকারীদের মতামত গ্রহণ করে প্রকল্পের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা ও সুপারিশ করা হয়।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর