Logo

সারাদেশ

বিষখালীর ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রশাসনের

Icon

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:০৬

বিষখালীর ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রশাসনের

ছবি : বাংলাদেশের খবর

ঝালকাঠির নলছিটি উপজেলার বিষখালী নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম এবং ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (২১ মে) বেলা ১১টায় রানাপাশা ইউনিয়নের হদুয়া এলাকা থেকে ইঞ্জিনচালিত নৌকায় করে নদীভাঙনের ঝুঁকিতে থাকা বিভিন্ন স্থান ঘুরে দেখেন তারা।

পরিদর্শনকালে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন ইউএনও এবং প্রতিনিধি দলের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী উত্তম হালদার ও নাহিদ হাসান, উপ-সহকারী প্রকৌশলী সাজেদুল বারী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, উপজেলা খাদ্য কর্মকর্তা সালাহউদ্দিন খান, রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে ইউএনও মো. নজরুল ইসলাম বলেন, নদীভাঙন প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নিতে উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই ওই অঞ্চলে বিষখালী নদীর ভাঙনে ঘরবাড়ি, জমি ও বেড়িবাঁধ বিলীন হয়ে যাচ্ছে। নদীগর্ভে বিলীন হওয়া থেকে পার্শ্ববর্তী দুটি ইউনিয়নকে রক্ষার দাবিতে কিছুদিন আগেই স্থানীয়রা মানববন্ধন কর্মসূচি পালন করেছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর