‘উপদেষ্টাদের কেউ কেউ পাঁচ বছর ক্ষমতায় থাকতে চায়’

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:৫০

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু
বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ‘শেখ হাসিনাকে সরিয়ে যে উপদেষ্টারা সরকারে এসেছে, তাদের কেউ কেউ এখন ভোট ছাড়া পাঁচ বছর ক্ষমতায় থাকার স্বপ্ন দেখছে। তাহলে শেখ হাসিনা আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায়?’
বুধবার (২১ মে) দুপুরে লালমনিরহাটের পাটগ্রামে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আস্থা প্রকাশ করে দুলু বলেন, ‘আপনি বিশ্ববরেণ্য ব্যক্তি। আমরা বিশ্বাস করি, আপনি দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দেবেন।’
তিনি বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলন হয়েছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য, স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়। কেউ কেউ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়—এটি আন্দোলনের সঙ্গে প্রতারণা।’
সম্মেলনে সভাপতিত্ব করেন পাটগ্রাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল করিম প্রধান। উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও লালমনিরহাট-১ আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম, রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হক ও সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস