Logo

সারাদেশ

বীরগঞ্জে সোনালু ফুলে প্রকৃতির অনন্য সাজ

Icon

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৬:৫৩

বীরগঞ্জে সোনালু ফুলে প্রকৃতির অনন্য সাজ

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের বীরগঞ্জে গ্রীষ্মের দাবদাহেও প্রকৃতি যেন এক সোনালি সৌন্দর্যে মোড়া। উপজেলার রাস্তার ধারে, বাড়ির আঙিনা, বিদ্যালয়ের চারপাশ কিংবা ফাঁকা জমিতে এখন চোখে পড়ে ঝুলন্ত সোনালু ফুলের থোকা থোকা বাহার। এ হলুদ ফুলের ঝাড় শুধু চোখের আরাম নয়, পথচারীদের মানসিক প্রশান্তির বিরল এক উৎস হয়ে উঠেছে।

সোনালু গাছ সাধারণত এপ্রিল-মে মাসে ফুল ফোটায়। তবে এ বছর কিছুটা আগেই ফুলে ছেয়ে গেছে গাছগুলো। পথচলা মানুষের চোখে সোনালি মালার মতো ঝুলে থাকা ফুলগুলো যেন এক মুহূর্তেই প্রশান্তির পরশ বুলিয়ে দেয়।

সোনালু ফুলের সৌন্দর্য উপভোগ করতে আসা তরুণী উম্মে কুলসুম বলেন, এ বছর একটু আগেভাগেই গাছগুলোতে ফুল এসেছে। সকাল, দুপুর কিংবা সন্ধ্যা-যেকোনো সময়েই এ গাছের নিচ দিয়ে হাঁটলে মন ভালো হয়ে যায়। বিশেষ করে পৌরশহরের সড়কের দুই ধারে এবং বেশির ভাগ গ্রামের রাস্তার দুই পাশে সোনালুর দৃশ্য পথচারীদের হাঁটাকে আনন্দদায়ক করে তুলেছে।

নিজপাড়া ইউনিয়নের গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজেন্দ্রনাথ বলেন, প্রতিদিন সকালে হাঁটার সময় এ গাছগুলোর নিচ দিয়ে গেলে মনটা হালকা হয়ে যায়। গাঢ় সবুজ পাতার মাঝে হলুদ ঝাড় চোখ জুড়িয়ে দেয়।

গোলাপগঞ্জ বাজারের ভ্যানচালক রফিকুল ইসলাম বলেন, এ গাছগুলোর নিচ দিয়ে গেলে রোদের মধ্যেও ক্লান্তি লাগে না। ফুলের গন্ধটা খুবই মিষ্টি। ঝুলন্ত ফুলগুলো শীতল ছায়ার মতোই শান্তি দেয়।

বীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম বলেন, সোনালু গাছ শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও সুস্থ রাখে। আমরা উপজেলায় বিভিন্ন সড়কে এ গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছি। যাতে ভবিষ্যতের পরিবেশ আরও সবুজ ও মনোমুগ্ধকর হয়ে ওঠে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর