বাড়ি নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল শ্বশুর-পুত্রবধূর

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:৪১

ছবি : বাংলাদেশের খবর
নীলফামারী সদর উপজেলার চাপড়া সরমজানি ইউনিয়নের পশ্চিম চাপড়া ফকিরপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (২১ মে) দুপুরে বাড়ির নির্মাণকাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—শ্বশুর মোহাম্মদ বাবু (৬৩) ও ছেলের স্ত্রী শাবনা (২৯)। গুরুতর আহত হয়েছেন বাবুর স্ত্রী ওয়াতোন (৫০)। তিনি নীলফামারী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ বলেন, পুরনো বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। ঘটনাস্থলেই বাবু ও শাবনার মৃত্যু হয়।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম লালন বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। নিহতদের পরিবারকে সহায়তা দেওয়া হচ্ছে।’
ঘটনাস্থলে পৌঁছেছে জেলা প্রশাসন ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে তারা সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এআরএস