Logo

সারাদেশ

মিঠাপুকুরে কালবৈশাখীতে লণ্ডভণ্ড কৃষি, বিপদে শত শত পরিবার

Icon

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৭:৫৬

মিঠাপুকুরে কালবৈশাখীতে লণ্ডভণ্ড কৃষি, বিপদে শত শত পরিবার

ছবি : বাংলাদেশের খবর

রংপুরের মিঠাপুকুরে টানা কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। গত রোববার (১৮ মে) সন্ধ্যা থেকে বুধবার (২১ মে) সকাল পর্যন্ত বিভিন্ন দফায় ঘণ্টাব্যাপী ঝড় ও ভারী বৃষ্টিতে উপজেলার অন্তত ১৭টি ইউনিয়নে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোর মধ্যে রয়েছে—ময়েনপুর, খোড়াগাছ, চেংমারী, বড়বালা, মিলনপুর, বালুয়া মাসিমপুর, গোপালপুর, রানীপুকুর, পায়রাবন্দ, ভাংনী, কাফ্রিখাল ও দুর্গাপুর।

ঝড়ে শতাধিক কাঁচা ও আধাকাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভেঙে পড়েছে অসংখ্য গাছ, নষ্ট হয়েছে আম ও লিচু। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মাঠের উঠতি ফসল—বোরো ধান, ভুট্টা, সবজি, মরিচ, পেঁয়াজ ও করলার।

জিআই পণ্য হিসেবে নিবন্ধিত হাড়িভাঙ্গা আম উৎপাদনেও বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ময়েনপুরের আমচাষী মাসুদ ও শাকিল মিয়া জানান, বাগানে পানি ঢুকে আম পড়ে যাচ্ছে, গাছও রোগাক্রান্ত হওয়ার শঙ্কা রয়েছে।

চেংমারীর কৃষক আকবর আলী বলেন, ‘ঝড়ে আমাদের ধান, কচু, ভুট্টা, মরিচ—সব ক্ষেত পানির নিচে। এখন বাঁচার উপায় নেই।’

উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ক্ষয়ক্ষতির নিরূপণ চলছে এবং কৃষকদের সহায়তার উদ্যোগ নেওয়া হবে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধরনের আবহাওয়া ২৩ মে পর্যন্ত স্থায়ী হতে পারে।

রাখিবুল হাসান রাখিব/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

কালবৈশাখী ঝড়

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর