Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে শব্দ দূষণ রোধে অভিযানে জরিমানা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ১৯:৪৮

নারায়ণগঞ্জে শব্দ দূষণ রোধে অভিযানে জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জে শব্দ দূষণ বন্ধে বুধবার (২১ মে) পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে। অভিযানে ৭টি শব্দ দূষণকারী যানবাহনকে মোট ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয় এবং ৬টি হর্ণ মেশিন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক টিটু বড়–য়া প্রসিকিউশন প্রদান করেন।

নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ.এইচ. এম রাসেদ জানান, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬-এর ৮(১) ধারার লঙ্ঘন ও পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারায় ৭টি যানবাহনে জরিমানা আরোপ করা হয়েছে। তিনি আরও জানান, জেলা জুড়ে দূষণরোধ অভিযানে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর