Logo

সারাদেশ

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৩৫ সদস্যকে বিশেষ সংবর্ধনা দিল প্রশাসন

Icon

ফরিদগঞ্জ (চাঁদপুর)প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:১০

ফরিদগঞ্জ লেখক ফোরামের ৩৫ সদস্যকে বিশেষ সংবর্ধনা দিল প্রশাসন

ছবি : বাংলাদেশের খবর

ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত তিনদিনব্যাপী অমর একুশে বইমেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অবদান রাখায় ফরিদগঞ্জ লেখক ফোরামের ৩৫ জন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মীকে সংবর্ধনা প্রদান করেছে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২১ মে) বিকেল সাড়ে তিনটায় উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি সুলতানা রাজিয়া বলেন, ‘অভিভাবকদের উচিত তাদের সন্তানদের এমন পরিবেশ তৈরি করে দেওয়া যেখানে তাদের প্রতিভা বিকাশের সুযোগ থাকে। মোবাইল আসক্তি থেকে রক্ষা করতে ভালো সাংস্কৃতিক ও সৃজনশীল কাজে তাদের ব্যস্ত রাখা জরুরি। সন্তানের উন্নতি মানেই দেশের উন্নতি।’

সংবর্ধনা অনুষ্ঠানে ফরিদগঞ্জ লেখক ফোরাম ও খুনজুড়ি শিল্প একাডেমির ক্ষুদে শিল্পীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে ফরিদগঞ্জ লেখক ফোরামের নেতৃবৃন্দ ও শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর