চাঁদাবাজির অভিযোগে মানিকগঞ্জে বৈষম্যবিরোধী ২ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ২০:৪৭

মানিকগঞ্জে চাঁদাবাজির অভিযোগে সাইবার নিরাপত্তা আইনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই ছাত্রনেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- আশরাফুল ইসলাম রাজু (২১) ও মেহরাব হোসেন (১৯)। তারা দুজনেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, মানিকগঞ্জ জেলার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
আশরাফুল ইসলাম রাজু শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব মোল্লার ছেলে ও মেহরাব হোসেন মানিকগঞ্জ পৌরসভার উত্তর সেওতা এলাকার মতিউর রহমানের ছেলে। মেহরাবও আন্দোলনের অন্যতম নেতা।
বুধবার (২১ মে) সকাল ৮টায় আসামিদের নিজ নিজ বাসা থেকে প্রথমে আটক করে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়। পরে তাদের মোবাইল ফোন থেকে তথ্য-প্রমাণ পাওয়ার পর সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যায়, বুধবার মো. আনিসুর রহমান (সাব্বির) মানিকগঞ্জ সদর থানায় হাজির হয়ে অভিযোগ করেন, ১. ‘মানিকগঞ্জ নিউজ’ ফেসবুক পেজের এডমিন, ২. ‘AMRAI MANIKGANJ’ ফেসবুক আইডির মালিক, ৩. ‘আমাদের প্রাণের মানিকগঞ্জ’ ফেসবুক গ্রুপের এডমিন/মডারেটর এবং ৪. ‘টাঙ্গাইলের সব দিকের সব খবর’ নামক ফেসবুক পাবলিক গ্রুপের এডমিন/মডারেটর— উল্লিখিত ব্যক্তিরা পরস্পর যোগসাজশে তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকার করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং পরবর্তীতে বাদীর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য বিভিন্ন ফেসবুক পেজ, আইডি ও গ্রুপে প্রকাশ ও শেয়ার করে মানহানি করা হয়।
এজাহারে উল্লেখ করা হয়েছে, ০১৮৮৯৭১৭... নম্বর থেকে বাদীর হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিয়ে চাঁদা দাবি করা হয়। সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের যৌথ তদন্তে দেখা যায়, এ নম্বর থেকে চাঁদা দাবি করা হয়েছে। আসামিরা সেই নম্বরের সঙ্গে সরাসরি জড়িত।
জিজ্ঞাসাবাদ ও মোবাইল ডিভাইস পরীক্ষা করে ‘মানিকগঞ্জ নিউজ’, ‘AMRAI MANIKGANJ’ এবং ‘আমাদের প্রাণের মানিকগঞ্জ’ পেজ ও গ্রুপ পরিচালনার তথ্য, আসামিদের সংশ্লিষ্টতা এবং চাঁদা দাবি সংক্রান্ত আরও প্রমাণ পাওয়া গেছে। একাধিক ব্যক্তির কাছ থেকেও চাঁদা চাওয়া হয়েছে বলে তথ্য মিলেছে।
মামলার বাদী আনিসুর রহমান সাব্বির বলেন, আমি ‘মানিকগঞ্জ নিউজ’ নামে একটি ফেসবুক পেজের বিরুদ্ধে অভিযোগ করেছি। পুলিশ তদন্ত করে আসামিদের ধরেছে। কারও সঙ্গে আমার ব্যক্তিগত শত্রুতা নেই। আমি কোনো ব্যক্তির নামে অভিযোগ বা মামলা করিনি। আমার কাছে হোয়াটসঅ্যাপে দুই লাখ টাকা চাওয়া হয়েছে, তার রেকর্ড আমার কাছে আছে। ‘মানিকগঞ্জ নিউজ’-এর মূল হোতা ও সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস. এম. আমান উল্লাহ বলেন, আসামিদের চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিজ্ঞ আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
এমবি