নারায়ণগঞ্জে মহাসড়কের পাশে মিলল অজ্ঞাত ২ যুবকের মরদেহ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:০৬

ছবি : বাংলাদেশের খবর
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকালে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের একটি দল পৃথক দুটি স্থান থেকে লাশ দুটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
পুলিশ জানায়, নিহত দুই যুবকের বয়স আনুমানিক ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। উভয়ের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল দুটি হচ্ছে- কাঁচপুর ইউনিয়নের ললাটি বাস স্ট্যান্ড এলাকা ও পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর। দুই এলাকাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সংলগ্ন।
কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, মরদেহ দুটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের কোনো পরিচয় জানা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
ওসি আরও জানান, লাশ দুটির পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
এমবি