Logo

সারাদেশ

জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের নামে বিদ্যালয়ের নামকরণ

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:২২

জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের নামে বিদ্যালয়ের নামকরণ

জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।

মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফারহান ফাইয়াজ ছিলেন নারায়ণগঞ্জের এক সাহসী তরুণ। তিনি ২০২৪ সালের জুলাই মাসে সারাদেশে ছড়িয়ে পড়া গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই আন্দোলনের একপর্যায়ে ফারহান ফাইয়াজ শাহাদাৎ বরণ করেন।

সরকার বলছে, তার এ আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অনন্য উদাহরণ। তার স্মৃতিকে অম্লান রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আত্মাহুতি পৌঁছে দিতে এ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এটি শুধুমাত্র একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন নয়, বরং নতুন প্রজন্মের সামনে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক প্রেরণাদায়ক বার্তা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর