জুলাই আন্দোলনে শহীদ ফারহান ফাইয়াজের নামে বিদ্যালয়ের নামকরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:২২

জুলাই আন্দোলনের শহীদ ফারহান ফাইয়াজের নামে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটির নতুন নাম ‘শহীদ ফারহান ফাইয়াজ বরপা সরকারি প্রাথমিক বিদ্যালয়’।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবেকা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামকরণ ও বিদ্যমান নাম পরিবর্তন নীতিমালা-২০২৩ অনুযায়ী এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ফারহান ফাইয়াজ ছিলেন নারায়ণগঞ্জের এক সাহসী তরুণ। তিনি ২০২৪ সালের জুলাই মাসে সারাদেশে ছড়িয়ে পড়া গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ওই আন্দোলনের একপর্যায়ে ফারহান ফাইয়াজ শাহাদাৎ বরণ করেন।
সরকার বলছে, তার এ আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অনন্য উদাহরণ। তার স্মৃতিকে অম্লান রাখতে ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তার আত্মাহুতি পৌঁছে দিতে এ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এটি শুধুমাত্র একটি বিদ্যালয়ের নাম পরিবর্তন নয়, বরং নতুন প্রজন্মের সামনে দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের এক প্রেরণাদায়ক বার্তা।
এমবি