বগুড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাচনী প্রচারণায় সমাবেশ

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বগুড়া
প্রকাশ: ২১ মে ২০২৫, ২১:৪৪

ছবি : বাংলাদেশের খবর
বগুড়ায় আসন্ন মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে সমাবেশ ও প্রচারণা মিছিল করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন।
২৩ মে (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের ১৩তম ত্রি-বার্ষিক নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে বুধবার (২১ মে) বিকেলে শহরের আইন কলেজ মাঠে এক আলোচনা সভা ও মিছিলের আয়োজন করে শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর ও জেলা শাখা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বগুড়া জেলা সভাপতি মঞ্জুরুল ইসলাম রাজু এবং সঞ্চালনা করেন শহর শাখার সভাপতি আজগর আলী।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের প্রধান উপদেষ্টা ও শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, ‘বগুড়ার মোটর শ্রমিকরা যেন সঠিকভাবে বিবেচনা করে শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৮ জন প্রার্থীকে বিজয়ী করতে মূল্যবান ভোট প্রদান করেন।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে জেলা প্রশাসনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই। পাশাপাশি প্রতিটি শ্রমিক নেতা ও কর্মীকে আহ্বান জানাচ্ছি, নির্বাচনের দিন পর্যন্ত জামায়াত-সমর্থিত প্রার্থীদের পাশে থেকে সহযোগিতা করে যেতে।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সংগঠনের উপদেষ্টা ও শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক আব্দুল হাকিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক আব্দুল মতিন, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহীন মিয়া, উপদেষ্টা আব্দুস সালাম তুহিন, অধ্যক্ষ ইকবাল হোসেন, শহর সেক্রেটারি মাস্টার আনোয়ারুল ইসলাম, পরিবহন শ্রমিক নেতা এজাজুল হক আসলাম এবং জহুরুল ইসলাম।
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য প্রচারণা মিছিল আইন কলেজ মাঠ থেকে বের হয়ে স্টেশন রোড ও মোটর শ্রমিক অফিস হয়ে সাতমাথা মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে নির্বাচনী প্রার্থীদের জনসমক্ষে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল।
জুয়েল হাসান/এমআই