পলিটেকনিক শিক্ষার্থীর পায়ের রগ কেটে দিল দুর্বৃত্তরা

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ০৯:০৭

পটুয়াখালীর বাউফলে তাওসিফ ইসলাম অর্ক (১৭) নামে পলিটেকনিক ইনস্টিটিউটের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত (২১ মে) সাড়ে ৮টার দিকে বাউফল পৌর শহরের হাসপাতাল সড়কে এ হামলার ঘটনা ঘটে। এতে অর্কের ডান পায়ের তিনটি রগ কেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক।
আহত অর্ক পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের ছাত্র। তিনি বাউফল উপজেলার কৃষকদলের সাবেক আহ্বায়ক তৌহিদুল ইসলাম ফয়সালের ছেলে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে গত ২০ মে অর্কের বাবা তৌহিদুল ইসলাম ফয়সাল স্থানীয় এক মোটরসাইকেল চালককে পিটিয়ে থানায় সোপর্দ করেন। ওই ঘটনার জেরে একই দিন প্রতিশোধমূলকভাবে দুর্বৃত্তরা ফয়সালের মেজ ছেলে (সপ্তম শ্রেণির ছাত্র) তাহসিন ইসলাম সূর্যকে (১২) মারধর করে আহত করে। এরপর থেকেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।
বুধবারের হামলাকে সেই ঘটনারই ধারাবাহিকতা বলে মনে করছেন স্থানীয়রা। তারা জানান, রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা অর্ককে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারুখ বলেন, অর্কের ডান পায়ের তিনটি রগ কাটা গেছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত বরিশাল মেডিকেলে রেফার করা হয়।
এ ঘটনায় বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।