
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিকেল ৬টায় অভিযুক্ত ধর্ষকের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে মিছিলটি ঢাকা-রংপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ফাঁসিতলা বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন তারা।
ফাঁসিতলা বক্সিং ক্লাবের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সেনা সদস্য আবু রায়হান মন্ডল রাশেদ, সমাজসেবক মাকসুদ রহমান, শিক্ষার্থী সাব্বির ইসলাম, জিহাদ হাসান প্রমুখ।
বক্তারা বলেন, একটি শিশু যখন ধর্ষণের শিকার হয়, তখন পুরো সমাজ বিবেকহীন হয়ে পড়ে। এ শিশুটি আমাদের সকলের ছোট বোন। আমরা আর কোনো বিচারহীনতা চাই না। ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।
ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, গত ৯ মে বিকেলে বাড়ির পাশে খেলা করার সময় শিশুটিকে পাশের বাড়ির আফসার আলী ইদুর ছেলে শাহাদাত হোসেন সাদ্দাম (৩০) কৌশলে নিজের বাড়িতে নিয়ে যায়। পরে জোরপূর্বক ধর্ষণ করে।
পরবর্তীতে শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ১৮ মে শিশুটির মা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত শাহাদাত হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করে পুলিশ।
এমবি