
বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় মাদক সেবনের সময় আটক হওয়া চার যুবকের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে গেছে।
বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে নগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পালিয়ে যাওয়া দুই যুবক হলেন- মিরাজ (২২) ও রাসেল (২০)। তারা একই হাতকড়ায় আটক ছিলেন। বাকি দুজন হলেন- মামুন ও আল-আমিন। তারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন। প্রত্যেকেই ভাটিখানা এলাকার বাসিন্দা।
কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়াবা সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়ায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে চার যুবককে আটক করা হয়।
সহকারী পুলিশ কমিশনার বলেন, মিরাজ ও রাসেলকে একই হাতকড়ায় বেঁধে রাখা হয়েছিল। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পার্শ্ববর্তী ফাঁকা এলাকা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুই যুবককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
এমবি