Logo

সারাদেশ

বরিশালে পুলিশের হাতকড়া নিয়েই পালাল ২ যুবক

Icon

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ মে ২০২৫, ১০:৪৭

বরিশালে পুলিশের হাতকড়া নিয়েই পালাল ২ যুবক

বরিশাল নগরীর ভাটিখানা এলাকায় মাদক সেবনের সময় আটক হওয়া চার যুবকের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া পরিহিত অবস্থায় পালিয়ে গেছে।

বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে নগরীর সাহাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পালিয়ে যাওয়া দুই যুবক হলেন- মিরাজ (২২) ও রাসেল (২০)। তারা একই হাতকড়ায় আটক ছিলেন। বাকি দুজন হলেন- মামুন ও আল-আমিন। তারা এখন পুলিশের হেফাজতে রয়েছেন। প্রত্যেকেই ভাটিখানা এলাকার বাসিন্দা।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইয়াবা সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে সাহাপাড়ায় অভিযান চালায় পুলিশের একটি টিম। অভিযানে চার যুবককে আটক করা হয়।

সহকারী পুলিশ কমিশনার বলেন, মিরাজ ও রাসেলকে একই হাতকড়ায় বেঁধে রাখা হয়েছিল। একপর্যায়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পার্শ্ববর্তী ফাঁকা এলাকা দিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়া দুই যুবককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর