‘চাঁদাবাজির সময়’ ৩ ভুয়া ম্যাজিস্ট্রেট-পুলিশ-সাংবাদিক আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১১:৫১

ছবি : বাংলাদেশের খবর
সাতক্ষীরার শ্যামনগরে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে ‘চাঁদাবাজির সময়’ তিন প্রতারককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা।
বুধবার (২১ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিতে চাঁদাবাজির সময় তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে বেশ কয়েকটি ভুয়া পরিচয়পত্র, মোবাইল ফোন, একটি ভিডিও ক্যামেরা ও একটি প্রাইভেট কার জব্দ করে পুলিশ।
আটককৃতরা হলেন- সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণপতি গ্রামের শেখ আলীমুদ্দীনের ছেলে আমিরুল ইসলাম (৪২), গাজীপুর জেলার বাসন থানার নগরঘাট গ্রামের আবু সাইদের ছেলে জয় সরদার (৩০) ও রাজধানীর উত্তরা এলাকার আবুল খায়েরের ছেলে ফারুক হোসেন (৪৫)।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন স্থানে ভুয়া মোবাইল কোর্টের মাধ্যমে ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদাবাজি করে আসছিল।
শ্যামনগর থানার ওসি মো. হুমায়ুন কবির মোল্যা বলেন, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সাংবাদিক পরিচয়ে তারা উপজেলার নূরনগর বাজারের সোনার বাংলা বেকারিতে ৩ হাজার টাকা আদায় করে। এ সময় আরও বেশি টাকা দাবি করলে তাদের সন্দেহ হয়। এক পর্যায়ে স্থানীয় জনতা তাদের আটক করে থানা পুলিশে সোপর্দ করে। এর আগে ওই তিন ব্যক্তি একই এলাকায় চাঁদাবাজি করেছে বলে অভিযোগ আছে।
এমবি