Logo

সারাদেশ

বিএনপি অফিসে হামলা মামলায় ৬ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১২:৪৭

বিএনপি অফিসে হামলা মামলায় ৬ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ৬ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার। ছবি : বাংলাদেশের খবর

গাইবান্ধার ফুলছড়িতে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ মে) দুপুরে ফুলছড়ি উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উড়িয়া ইউপি চেয়ারম্যান কামাল পাশা, গজারিয়া ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খুসু, ফুলছড়ি উপজেলা চেয়ারম্যান হান্নান মন্ডল, এরেন্ডাবাড়ি ইউপি চেয়ারম্যান মান্নান আকন্দ, কঞ্চিপাড়া ইউপি চেয়ারম্যান সোহেল রানা শালু এবং আরও একজন।

জানা গেছে, ফুলছড়ি উপজেলা পরিষদের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে পরিষদ চত্বর থেকে বের হওয়ার সময় দোতলায় অপেক্ষমাণ পুলিশ তাদের গ্রেপ্তার করে। 

ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারকৃত চেয়ারম্যানদের বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর