সরাইলে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৩:০৮

ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। এ সময় মাদকদ্রব্য বহনকারী একটি পিআপভ্যানও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) সকালে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের মাহবুবুর রহমানের ছেলে মো. জিল্লুর রহমান (২৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার সেলিম মিয়ার ছেলে হৃদয় মিয়া (২১)।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার সকালে সার্জেন্ট সুজার নেতৃত্বে পুলিশের একটি টহল দল কুট্টাপাড়া এলাকায় থানা ভবনের সামনে চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় ঢাকা মেট্রো-ন-১৩-৪১২৩ নম্বরের একটি পিআপভ্যানকে গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় থামিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় গাড়িতে থাকা পাঁচটি সাদা প্লাস্টিকের তোলা ভর্তি বস্তার সঙ্গে একটি ছোট প্লাস্টিকের বস্তার ভেতর পাঁচটি নীল পলিথিনে ২ কেজি করে ১০ কেজি গাঁজা পাওয়া যায়। উপস্থিত সাক্ষীদের সামনে দুজনকে আটক করা হয় এবং পিআপভ্যানসহ মাদকদ্রব্য জব্দ করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি মামুন।
এমবি