Logo

সারাদেশ

ঝালকাঠিতে বাস মালিক সমিতির হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ

Icon

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৩:১৯

ঝালকাঠিতে বাস মালিক সমিতির হয়রানির বিরুদ্ধে বিক্ষোভ

ঝালকাঠিতে স্থানীয় বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্টে সাধারণ যাত্রী ও হালকা যানবাহন চালকদের হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্থানীয় মাহেন্দ্র, সিএনজি ও থ্রি-হুইলার চালকরা চেকপোস্ট উচ্ছেদের দাবিতে বিক্ষোভ করেন। 

পরে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন তারা।

তাদের অভিযোগ, বাস মালিক সমিতির লোকজন দীর্ঘদিন ধরে নলছিটির ষাটপাকিয়া এলাকায় অবৈধভাবে চেকপোস্ট বসিয়ে তাদের গাড়ি ভাঙচুর ও মারধর করে আসছে। এ সময় সাধারণ যাত্রীদেরও লাঞ্ছিত করা হচ্ছে।

মানববন্ধন থেকে তারা অবিলম্বে অবৈধ চেকপোস্ট উচ্ছেদের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর