Logo

সারাদেশ

১২০ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৩:৪০

১২০ কোটি টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ছবি : বাংলাদেশের খবর

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে বিভিন্ন সময় উদ্ধারকৃত ১১৯ কোটি ৬৪ লাখ টাকার ভারতীয় মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১১টায় মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে এসব মাদক আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবীর। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সেক্টরের বিজিবি কমান্ডার আহসান হাবিব। স্বাগত বক্তব্য দেন মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জেলা প্রশাসনের প্রতিনিধি, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, ধ্বংস করা মাদকদ্রব্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা। এর মধ্যে রয়েছে ২৫ হাজার ৮১৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৮ হাজার ৯৮০ বোতল মদ, ১৩০ কেজি গাঁজা, ৬৫ হাজার ১৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭ কেজি হেরোইন, ৭৯ কেজি কোকেন, ক্রিস্টাল মেথ (আইস) ৭ কেজি, এলএসডি ২৯ বোতল, ২১ হাজার ৩১৬ পিস ভায়াগ্রা ট্যাবলেট, ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০ হাজার ৭০ পিস, ভারতীয় ওষুধ ৯ হাজার ৮৪৫ পিস ও বাংলাদেশি ওষুধ ৯ হাজার ৯৬০ পিস।

মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে বিজিবি মহেশপুর ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১১৯ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ২০২ টাকা।

তিনি আরও জানান, ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৫ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ১৫ মাসে মহেশপুর ও জীবননগর সীমান্ত এলাকা থেকে এ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে বিজিবি।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর