Logo

সারাদেশ

উপকূলে লবণ পানির আগ্রাসন ঠেকাতে মানববন্ধন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৪:০১

উপকূলে লবণ পানির আগ্রাসন ঠেকাতে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

উপকূলীয় অঞ্চলে লবণ পানির আগ্রাসন থেকে প্রাণ-প্রকৃতি রক্ষার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করে সবুজ সংহতি, সুন্দরবন স্টুডেন্ট সলিডারিটি টিম ও উপজেলা যুব স্বেচ্ছাসেবী সমন্বয় কমিটি।

আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সহায়তা করে বারসিক।

‘প্রকৃতির সাথে সম্প্রীতি এবং টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘লবণ পানির আগ্রাসন থেকে উপকূল বাঁচাও’, ‘প্রাকৃতিক জলাশয় উন্মুক্ত কর’, ‘চিংড়ি চাষে জোনিং চালু কর’, ‘সেচের জন্য মিষ্টি পানি নিশ্চিত কর’—এমন নানা দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক প্রকৌশলী শেখ আফজালুর রহমান, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, শেফালী বিবি, আবু সাঈদ, দেলোয়ারা বেগম, কুমুদ রঞ্জন গায়েন, সবুজ বিল্লাহ এবং জেলে কোহিনুর বেগম।

বক্তারা বলেন, ‘মানুষ প্রাণ-প্রকৃতির উপর নির্ভরশীল। তাই সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা এবং সহমর্মিতা জরুরি। অবাধে প্রকৃতি ধ্বংস বন্ধ করতে হবে।’

আব্দুস সামাদ/এআরএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর