ঘোড়াঘাটে সেনাক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৫:২৫

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রতিরক্ষা কলোনির জমি অবৈধ দখলমুক্ত করে স্থায়ী সেনা ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ করেছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও তাদের পরিবার।
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে ৫টি কলোনির বাসিন্দারা একটি বিক্ষোভ মিছিল বের করেন।
বিভিন্ন ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে অংশগ্রহণকারীরা মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসেন। পরে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের কাছে একটি স্মারকলিপি জমা দেন অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা।
সমাবেশে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য আজিজুর রহমান, আজগর আলী, আব্দুর রশিদ, হায়দার আলীসহ আরও অনেকে। তারা জানান, ১৯৫০ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে ১৪ পতাধিক ডিভিশনের জন্য ১৩৭৫ একর জমি অধিগ্রহণ করা হয়। এর মধ্যে ১৪টি মৌজায় ২৬৪ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে বাসস্থান হিসেবে জমি বরাদ্দ দেওয়া হয়।
তারা আরও বলেন, আমরা দীর্ঘদিন ধরে এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। সম্প্রতি বাকি জমিতে সেনা ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও কিছু অবৈধ দখলদার এর বিরোধিতা করছে।
এমবি