ব্যবহারিক খাতা জমা দিয়ে বাড়ি ফেরা হলো না এসএসসি পরীক্ষার্থীর

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫, ১৬:১৬
-682ef9f3b701c.jpg)
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত। ছবি : বাংলাদেশের খবর
ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিসান হোসেন (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিসান ওই এলাকার সাবেক সেনা সদস্য আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলার গাড়াগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল এবং চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।
স্বজন ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জিসান এসএসসির ব্যবহারিক খাতা জমা দিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে বড়দা মাদ্রাসা এলাকায় পৌঁছালে একটি ট্রাক অতিক্রমের সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ হাসপাতালে মর্গে পাঠানো হয়।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মৃত্যুঞ্জয় শিকারী বলেন, মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমবি
সম্পর্কিত
পঠিত
মন্তব্য করুন