Logo

সারাদেশ

বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২২ মে ২০২৫, ১৭:৫০

বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ নিয়ে বগুড়ায় জরুরি সংবাদ সম্মেলন। ছবি : বাংলাদেশের খবর

তারুণ্যের ভাবনা ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচিকে কেন্দ্র করে জরুরি সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না।

তিনি জানান, শুক্রবার (২৩ মে) হোটেল মমইনে অনুষ্ঠিত হবে ‘কৃষি উন্নয়ন, পরিবেশ রক্ষা ও নাগরিক সমস্যা নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার। পরদিন শনিবার (২৪ মে) বগুড়া সেন্ট্রাল স্কুল মাঠে অনুষ্ঠিত হবে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। রংপুর ও রাজশাহী বিভাগের যৌথ আয়োজনে এ কর্মসূচি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাসব্যাপী বিশেষ উদ্যোগের অংশ।

মোনায়েম মুন্না বলেন, এ কর্মসূচির মূল লক্ষ্য হলো বিএনপির ঘোষিত ৩১ দফা রূপরেখা বাস্তবায়নে তরুণ সমাজকে সক্রিয়ভাবে যুক্ত করা। এটি বিএনপি ও যুগপৎ আন্দোলনের শরিক দলগুলো ঐক্যবদ্ধভাবে কাজ করেছে।

তিনি বলেন, এ আয়োজনে বিষয়ভিত্তিক পলিসি সংলাপকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর সঙ্গে অন্তর্ভুক্ত রয়েছে কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, পরিবেশ ও রাজনৈতিক অধিকারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরুণদের মতামত ও ভাবনা। এ ধারাবাহিকতায় চট্টগ্রাম ও খুলনায় দুই পর্বের সফল আয়োজন সম্পন্ন হয়েছে। শুক্রবার এ কর্মসূচির তৃতীয় সেমিনারটি অনুষ্ঠিত হবে বগুড়ায়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

এতে আলোচক থাকবেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ববি হাজ্জাজ, অস্ট্রেলিয়ার সিডনির ওয়াটার স্ট্র্যাটেজিক অ্যানালিস্ট ড. ফয়সাল কবীর শুভ, সাংবাদিক ও গণমাধ্যমকর্মী কাজী জেসিন, কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ডটকমের প্রতিষ্ঠাতা ও গবেষক মোস্তফা কামাল পলাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক ড. রিদওয়ানুল হক, এইচআর বিশেষজ্ঞ শারমিন সুলতান জয়া, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুলকারনাইন জাহাঙ্গীর।

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ অনুষ্ঠানেও বিশেষ অতিথি থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

যুবদল সভাপতি মুন্না সংবাদ সম্মেলনে আরও জানান, এ সমাবেশ শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি তারুণ্যের স্বপ্ন, আকাঙ্ক্ষা ও প্রত্যয়ের এক ঐতিহাসিক মিলনমেলা। এখানে নানা মত-পথ, শ্রেণি-পেশা ও চিন্তাধারার তরুণরা একত্রিত হবেন একটি অভিন্ন লক্ষ্যে—একটি ন্যায্য, মানবিক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে।

‘তরুণদের সঙ্গে থাকছেন বিএনপি অঙ্গসংগঠনের অভিজ্ঞ নেতাকর্মীরা। যারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে সংগ্রাম করে যাচ্ছেন। এ আয়োজনে শুধু তরুণরা অংশগ্রহণকারী হিসেবেই থাকছেন না। তারা নিজেদের স্বপ্ন, অভিজ্ঞতা ও চিন্তার প্রতিফলন ঘটাবেন। তারা মনোযোগ দিয়ে শুনবেন ভবিষ্যৎ নীতি, কর্মপরিকল্পনা ও রূপরেখা। যা তরুণদের নিজস্ব স্বপ্নপূরণের পথনির্দেশক হয়ে উঠতে পারে।’

আব্দুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দৃঢ়ভাবে বিশ্বাস করেন, তরুণরাই ভবিষ্যতের নির্মাতা ও দলের প্রকৃত চালিকাশক্তি। এ আয়োজন তারই প্রতিফলন। যেখানে তরুণদের অংশগ্রহণের মধ্য দিয়ে দলকে আরও জনভিত্তিক ও সময়োপযোগী করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সবসময়ই একটি তারুণ্যনির্ভর দল হিসেবে পরিচিত। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি প্রমাণ করে যে দলটি ভবিষ্যতের বাংলাদেশ নির্মাণে তরুণদের মতামত, স্বপ্ন ও সক্রিয় অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ প্রক্রিয়ায় বিএনপি রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণকে আরও স্বচ্ছ, দায়বদ্ধ ও গণমুখী করে তুলতে চায়। যার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন কাঠামো ও জনগণের অংশগ্রহণভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার ভিত্তি নির্মাণ করা সম্ভব হবে।’

বিএনপির রাজশাহী ও রংপুর বিভাগীয় মিডিয়া সেলের কো-অর্ডিনেটর কালাম আজাদ বলেন, তারুণ্যের এ অনুষ্ঠানকে ঘিরে বগুড়ায় তরুণদের মধ্যে প্রাণোচ্ছ্বল আমেজ বিরাজ করছে। আগামী ২৩ ও ২৪ মে বগুড়া শহর তারুণ্যে ভরপুর হয়ে থাকবে। এ তরুণদের হাত ধরেই আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে বলে বিশ্বাস করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কীসহ অন্যরা।

এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর