
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে রাতের আঁধারে শিশুসহ ২১ জনকে পুশইন করেছে বিএসএফ। ছবি : বাংলাদেশের খবর
পঞ্চগড়ে সীমান্ত দিয়ে আবারও রাতের আঁধারে নারী ও শিশুসহ ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বৃহস্পতিবার (২২ মে) ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়। খবর পেয়ে জয়ধরভাঙা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।
এ ঘটনায় দুপুরে বিজিবি জেলার সদর থানায় আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করেছে এবং মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
বিজিবি ও স্থানীয়রা জানান, আটকদের মধ্যে ৬ জন নারী, ২ জন পুরুষ ও ১৩ জন শিশু। তারা বাংলাদেশি নাগরিক। অবৈধ পথে গিয়ে দীর্ঘদিন ভারতে কাজ করে বসবাস করছিলেন। ভারতীয় পুলিশ তাদের গুজরাটের বিভিন্ন এলাকা থেকে আটক করে বিমানযোগে কলকাতায় নিয়ে আসে। ২১ মে রাতে তাদের ভারতের ৯৩ বিএসএফ ব্যাটালিয়নের টিয়াপাড়া ক্যাম্পে হস্তান্তর করলে রাতেই টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের বড়বাড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশইন করে। পরে বিজিবি খবর পেয়ে তাদের আটক করে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, বড়বাড়ি সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ২১ জনকে বাংলাদেশে পাঠিয়েছে বিএসএফ। আমাদের টহল দল তাদের আটক করে। পরে বিএসএফের সঙ্গে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১৬ মে দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার কয়েকটি সীমান্ত দিয়ে ১১ জনকে অবৈধ উপায়ে বাংলাদেশে পাঠায় বিএসএফ।
এমবি