লাশবাহী অ্যাম্বুলেন্সে হামলা, নারীসহ আহত ৯

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১৬:১৩
-68304a55bdec3.jpg)
হামলা শিকার লাশবাহী অ্যাম্বুলেন্স। ছবি : বাংলাদেশের খবর
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হৃদয়বিদারক এক ডাকাতির ঘটনায় শোকাহত পরিবেশে হামলার শিকার হয়েছে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স। সড়কে গাছ ফেলে বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের তিলপাড়া এলাকায় ঘটনাটি ঘটে। হামলায় নারীসহ নয়জন যাত্রী আহত হয়েছেন।
হামলায় আহতরা হলেন- চালক ফিরুজ মিয়া (৪৫), মালিক খলিল মিয়া (৪৮), এবং মৃত ব্যক্তির স্বজন রাসেল মিয়া (৩০), ছালেক মিয়া (৫০), নাহিদ মিয়া (৩৩), মো. আলমগীর মিয়া (৪৫), মো. সালাউদ্দিন (৩০), আলেয়া বেগম (৫০) ও আলী নেওয়াজ মিয়া (৪৯)।
জানা গেছে, রাজধানীর মিরপুরের আহসানিয়া ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামের বাসিন্দা সত্তরোর্ধ্ব ছবদর আলী। মৃত্যুর পরপরই তার স্বজনেরা মরদেহ নিয়ে একটি অ্যাম্বুলেন্সযোগে নিজ গ্রামে ফেরার পথে এই বিপত্তি ঘটে।
তিলপাড়া এলাকায় পৌঁছানোর পর ডাকাতদল সড়কে গাছ ফেলে অ্যাম্বুলেন্সের গতিপথ রোধ করে। দেশীয় অস্ত্র হাতে তারা গাড়িটিতে হামলা চালায় এবং ভেতরে থাকা মৃতদেহসহ যাত্রীদের উপর শারীরিক নির্যাতন শুরু করে।
ভুক্তভোগীরা জানান, ডাকাতরা যাত্রীদের কাছ থেকে অন্তত ১০টি মোবাইল ফোন এবং ৫০ হাজার টাকার বেশি অর্থ ছিনিয়ে নেয়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ডাকাতদের বর্বর হামলা থেকে রেহাই পায়নি মৃত ব্যক্তির লাশও।
নিহত ছবদর আলীর ছেলে ও স্থানীয় বিএনপি নেতা আলমগীর মিয়া বলেন, ‘টাকা-পয়সা লুট হয়েছে, সেটা সহ্য করা যায়। কিন্তু বাবার নিথর দেহের ওপর যারা হাত তুলেছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’
এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ‘রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাত চক্রকে চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’
লিটন হোসাইন জিহাদ/এমআই